ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন ডিবি সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন ডিবি সদস্য আহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের শিববাড়ি এলাকায় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তা ও একজন কনস্টেবল আহত হয়েছেন।

সোমবার (পহে‍লা ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের শিববাড়ি মোড় মাইক্রোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান, সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন মিয়া ও কনস্টেবল এরশাদ হোসেন।

এসময় হামলাকারী শরাফত হোসেনকে (৩৮) ছুরিসহ আটক করা হয়। শরাফত স্থানীয় রথখোলা এলাকার আব্দুল হাই মেম্বারের ছেলে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, রাতে এসআই মনিরুজ্জামান ও এএসআই সুমনের সঙ্গে শরাফতের ধাক্কা লাগলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তারা ডিবি পরিচয় দিলে শরাফত ক্ষিপ্ত হয়ে তিনজনকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ওই এলাকা তল্লাশি করে ছুরিসহ শরাফতকে আটক করে।

এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানান আমির।

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।