ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফতে আলী সিকদার (৪৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ফতে আলী সিকদারের বাড়ি উপজেলার ননীক্ষির গ্রামে।

উপজেলার ননীক্ষির ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান বাংলানিউজকে জানান, ৩০ জানুয়ারি (শনিবার) রাতে ননীক্ষির গ্রামের ওমর শেখের পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে মাছ ধরার একটি জাল ফতে আলী সিকদারের বাড়ির সামনে পাওয়া গেলে ওমর শেখ ও তার চাচাতো ভাই লিটন শেখসহ পাঁচ/ছয়জন মাছ চুরির অপবাদ দিয়ে তাকে বেদম মারধর করেন।

সোমবার দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।