ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট

ঢাকা: সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।
 
সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।


 
বৈঠক শেষে সংবাদিকদের এ কথা বলেন বার্নিকাট।
 
সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে বার্নিকাট বলেন, সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। যুক্তরাষ্ট্রও এ নীতিতে বিশ্বাস করে।
 
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর বার্নিকাট বলেন, অর্থপাচার ও অন্যান্য সন্ত্রাস মোকাবেলায় পুলিশ বাহিনীকে যে একাডেমিক প্রশিক্ষণ দিচ্ছে সরকার, তাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসদমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
 
বৈঠক শেষে দুপুর ১টার দিকে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। এরপর দুপুর ২টায় ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবেয়ারও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬/আপডেট: ১৩৫৮ ঘণ্টা
এসএমএ/জেডএস

** স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন রাষ্ট্রদূত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।