ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুপার স্পেশালাইজড হচ্ছে বিএসএমএমইউ

৪৮৫৮ কোটি টাকার ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
৪৮৫৮ কোটি টাকার ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন ছবি: সংগৃহীত

ঢাকা: তিতাস গ্যাসফিল্ডের নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও উন্নয়নসহ মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর মোট ব্যয়  ধরা হয়েছে চার হাজার ৮শ’ ৫৮ কোটি টাকা।

এর মধ্যে প্রকল্প সাহায্য দুই হাজার ২শ’ ৭ কোটি ৪৫ লাখ টাকা ও বাকি টাকা সরকারি খাত (জিওবি) থেকে দেওয়া হবে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তিতাস গ্যাসফিল্ড উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯শ’ ৯ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ৬শ’ ৮৫ কোটি ৬০ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি) দেবে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়গুলো জানান।
 
মন্ত্রী জানান, অনুমোদনকৃত একটি প্রকল্পের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল হবে সুপার স্পেশালাইজড। চিকিৎসাসেবা বৃদ্ধি করতে বিএসএমএমইউ’কে সুপার স্পেশালাইজড করা হবে। এছাড়া বিশেষ ইমারজেন্সি সেন্টার, গ্যাস্ট্রো অ্যান্ট্রোপলজি ও হেপাবিলিয়ারি, চাইল্ড অ্যান্ড মাদার হেলথ কেয়ার, কার্ডিও অ্যান্ড ভাসকুলার, কিডনি ডিজিজেস, আইসিইউ, কেন্দ্রীয় ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ স্থাপন করা হবে।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ) সুপার স্পেশালাইজড হসপিটাল’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৬৬ কোটি ৩৪ লাখ টাকা।
 
প্রকল্পের আওতায় বিএসএমএমইউ হাসপাতালের অভ্যন্তরে দু’টি বেজমেন্টসহ ১৩তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিএসএমএমইউ।

অনুমোদিত নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে ‘ফরিদপুর (বদরপুর) সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়ক উন্নয়ন প্রকল্প’। এ প্রকল্পের মোট ব্যয় ১০৭ কোটি ৪৮ লাখ টাকা।
 
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প’ও সভায় অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের মোট ব্যয় ২শ’ ৪৯ কোটি ৯৯ লাখ টাকা।
 
৬শ’ ১৪ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ‘গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন দিয়েছে একনেক সভা। ২শ’ ৫৪ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ‘নগরাঞ্চলের ভবন সুরক্ষা প্রকল্প’ এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫শ’ ৭১ কোটি ৭২ লাখ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এমআইএস/এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।