ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোড এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রামপদ রায়।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোড এলাকার মহসিন প্লাজায় অবস্থিত সাগর হার্ডওয়ার অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিষ্ঠানটির পেছনের গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে গুদামে রাখা গ্যাস সিলিন্ডার, পলিথিন ও প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় ওই প্লাজায় অবস্থিত কর্মসংস্থান ব্যাংক ও অন্যান্য কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশের বাসা-বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।

খবর পেয়ে নবীগঞ্জ পৌরসভা মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার তৈয়ব আলী হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।