ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
চান্দিনায় বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় গাছের গুঁড়ি ফেলে বরযাত্রীবাহী গাড়ি বহরসহ যাত্রীবাহী বাসে ডাকাতি সংগঠিত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফকট সংলগ্ন সাহাপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে।



এ সময় বরযাত্রীবাহী চারটি মাইক্রোবাস থেকে ডাকাতরা স্বর্ণালঙ্কার, মূল্যবান মালামাল লুটে নেয়। এছাড়াও ঢাকাগামী অপর একটি বাসেও ডাকাতি করে যাত্রীদের কাছ থেকে মালামাল লুটে নেয় ডাকাতদল।

ব্রিজ সংলগ্ন স’মিলের শ্রমিক সজিব বাংলানিউজকে বলেন, আমরা সকাল ৯টায় মিলে আসার পর দেখি আমাদের মিলের গাছের গুঁড়ি রাস্তার পাশে পড়ে আছে এবং সেখানে পুলিশের কয়েকটি গাড়ি রয়েছে। পরে জানতে পারি রাতে আমাদের মিল থেকে গাছের গুঁড়ি নিয়ে বরযাত্রীর গাড়ি বহরে ডাকাতি করে ডাকাতদল।

চান্দিনা বাস স্টেশন সংলগ্ন নাম প্রকাশে অনিচ্ছুক এক চায়ের দোকানদার বলেন, রাত প্রায় ২টার দিকে যাত্রীবাহী একটি বাস আমাদের স্টেশনে এসে পুলিশের খোঁজ করছিলো। এ সময় কি হয়েছে জানতে চাইলে তারা জানান ব্রিজে ডাকাতি হচ্ছে।

ঢাকায় বিয়ে করে বরযাত্রীবাহী গাড়ি চাঁদপুরে ফিরছিলো। পথে তাদের চারটি গাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় আমাদের গাড়ি থামিয়েও ডাকাতি করে তারা।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, বরযাত্রীর গাড়িতে ডাকাতি হয়েছে শুনেছি। কিন্তু কয়টি গাড়িতে ডাকাতি হয়েছে তা সঠিক ভাবে বলতে পারছি না।

হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোলায়মান হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।