ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নামে টাঙ্গাইলে মেডিকেল কলেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
শেখ হাসিনার নামে টাঙ্গাইলে মেডিকেল কলেজ

জাতীয় সংসদ ভবন থেকে: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম টাঙ্গাইলে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়ে বলেছেন, এই মেডিকেল কলেজের নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হবে। খুব শিগগিরই টাঙ্গাইলে মেডিকেল হাসপাতালটির একাডেমিক ভবন, হোস্টেলসহ সবকিছুর নির্মাণ কাজ শুরু হবে।


 
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে যে যুগান্তকারী অর্জন করেছে তা আজ সর্বজনবিদিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মাত্র এক বছরে আমরা ১১টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করেছি। এর মধ্যে ৬টি সরকারি এবং ৫টি আর্ম ফোর্সেসের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

মোহাম্মদ নাসিম আরও বলেন, কিছুদিন আগে টাঙ্গাইলের লক্ষাধিক মানুষের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেটি একনেকে অনুমোদন পেয়েছে। খুব শিগগিরই হাসপাতালটি নির্মাণ করা হবে। মেডিকেল কলেজটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নামেই হবে।
 
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে একটি বিশাল বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। সেখানে একই ছাতার নিচে ক্যান্সার, হৃদরোগসহ সবধরণের উন্নত চিকিৎসা পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।