ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইউনানী ‍ওষুধ কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বগুড়ায় ইউনানী ‍ওষুধ কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের বাদুরতলা এলাকায় অবস্থিত ইউনাইটেড ফ্রেন্ডস ফার্মাসিউটিক্যালস নামের ইউনানী ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরির দায়ে কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মেয়াদ উত্তীর্ণ প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকার ওষুধ জব্দ করে আদালত।



পরে জব্দকৃত ওষুধগুলো করতোয়া নদীর পাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাকির হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলার ড্রাগ সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল ইউনাইটেড ফ্রেন্ডস ফার্মাসিউটিক্যালস ইউনানী ওষুধ কারখানায় অভিযান চালায়।

এ সময় কারখানা থেকে মেয়াদ উত্তীর্ণ প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকার ওষুধ জব্দ এবং অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরির দায়ে কারখানার মালিক আবু জাফর মো. মোস্তাফিজার রহমানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।