ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে ইয়াবা, মাদক ও ‍নারী-শিশু পাচার রোধসহ বিভিন্ন  বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিজিবির আমন্ত্রণে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আলকেশ সিনহা ও বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলী।

ক্যাপ্টেন এম আশরাফ আলী বাংলানিউজকে জানান, সম্প্রতি হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ইয়াবা পাচার রোধে এ বৈঠক হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে মাদক, নারী ও শিশু পাচার, চোরাচালান, অবৈধ পারাপারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।