ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী আহত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী আহত ছবি: প্রতীকী

রাবি: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পূজা সাহা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মন্নুজান হলের সামনে এ ঘটনা ঘটে।



আহত শিক্ষার্থী পূজা সাহা অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে শিক্ষার্থী। তিনি খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কাজলা থেকে অটোরিকশাতে করে হলে ফিরছিলেন ওই শিক্ষার্থী। মন্নুজান হলের সামনে পৌঁছালে তার ওড়না রিকশার চাকার সঙ্গে জড়িয়ে যায়। এসময় রিকশা থেকে পড়ে গিয়ে গলায় আঘাত পান ওই শিক্ষার্থী।

পরবর্তীতে সেখান থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থীকে মেডিকেলের জরুরি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওড়নার সঙ্গে গলা জড়িয়ে যাওয়ায় হালকা কেটে গিয়েছে। মস্তিষ্কে আঘাত লেগেছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।