ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল এয়ারপোর্ট থানার এসআই ক্লোজড

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বরিশাল এয়ারপোর্ট থানার এসআই ক্লোজড

বরিশাল: ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে বরিশাল এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রেহান উদ্দিনকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আবু সাঈদ।

 

এর আগে মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার এসআই রেহান উদ্দিনের বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবর ভয় দেখিয়ে অর্থ আদায়ে লিখিত অভিযোগ দেন বরিশাল নগরীর ২২নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোকসেদ।

অভিযোগে তিনি বলেন, মোকসেদ ও তার সৌদি প্রবাসী বন্ধু মো. সালাউদ্দিন কে নিয়ে গত ০১ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় নগরীর নথুলাবাদ বাস টার্মিনালের আল্লারদান হোটেলে খাবার খেতে বসে। খাবার শেষে হোটেল থেকে বের হয়ে যাওয়ার সময় মোকসেদ ও তার প্রবাসী বন্ধুর জ্যাকেটের কলার ধরে টেনে ধরে এসআই।

এ অবস্থায় তাদের নাম ঠিকানা জানতে চায়। এক পর্যায়ে জ্যাকেটের টুপিতে হাত দিয়ে পরিকল্পিতভাবে একটি প্যাকেট বেড় করে রেহান।

যে প্যাকেটে কিছু ট্যাবলেট দেখা যায়।

ট্যাবলেটের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কিছু জানেনা বলে জানালে এসআই রেহান ও অপরিচিত এক লোককে নিয়ে তাদের ওই এলাকার ধানসিড়ি হোটেলের পেছনে ছোট একটি কক্ষে নিয়ে যায়।

সেখানে তাদের বিরুদ্ধে ইয়াবাসহ মামলা দেওয়া ও পত্রিকায় প্রকাশের নামে ছবি তুলে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন রেহান।

এক পর্যায় মোকলেস ও তার বন্ধু হুমকি-ধামকিতে আতংকিত হয়ে নগদ ১১ হাজার টাকা দিয়ে তার প্রবাসী বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আবু সাঈদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানার ওসিকে ঘটনার তদন্তভার দেওয়া হয় ‍এবং এসআই রেহানউদ্দিনকে ক্লোজড করে পুলিশ লাইন্সে এ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।