ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা, লুটপাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা, লুটপাট

নাটোর: সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোর শহরের বাসায় দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত  রাত ৯টায় দুর্বৃত্তরা এ হামলা ও লুটপাট চাল‍ায়।



নাটোর থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল রানা জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে কয়েকজন যুবক হাতে ক্রিকেটের স্ট্যাম্প ও অস্ত্রসস্ত্র নিয়ে  সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোরের কানাইখালি মহল্লার বাসভবনে ঢুকে পড়ে।

বাসার কেয়ারটেকার বাবু তাদের বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে তারা অতিথি কক্ষে ঢুকে পড়ে। এ সময় তার মেয়ে  মৌসুমী পারভীন সেখানে এলে তাঁকেও স্ট্যাম্প দিয়ে পেটায়। তখন তার দুই মেয়ে জামাই মাজহারুল ইসলাম ও আশরাফুল ইসলাম উপর তলা থেকে নেমে এলে দুর্বৃত্তরা তাদেরকেও মারপিট করে।

এ সময় আহাদ আলী সরকারের স্ত্রী দীর্ঘ সময় ধরে চিৎকার চিৎকার করলেও ভয়ে আশ পাশ থেকে কেউ এগিয়ে আসেননি বলেও জানান তিনি।

ততক্ষণে দুর্বৃত্তরা মেয়েদের আনুমানিক চার লাখ টাকার স্বর্ণালংকার কেড়ে নিয়ে দ্রুত চলে যায়।   জানা গেছে,সাবেক এই প্রতিমন্ত্রী তিনতলা এই বাসায় দুই মেয়ে-জামাইকে নিয়ে বসবাস করেন।  

আহাদ আলী সরকারের ছোট জামাতা মাজহারুল ইসলাম জানান, তিনি হৈ চৈ শুনে উপর থেকে নিচে নেমে আসার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাকে মারপিট করতে শুরু করে। তখন তার বড় ভায়রা বাইরে থেকে বাসায় ফিরে তাকেও রক্ষা করতে এগিয়ে এলে তাকেও টানাহেচড়া করে দুর্বৃত্তরা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।