ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নর্দ্দায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
নর্দ্দায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর নর্দ্দা জগন্নাথপুরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন সংযোগ লাইন ও দুটি কার ডেকোরেশন দোকানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্থ হয়েছে।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মিলন বাংলানিউজকে জানান, ‘ বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে নর্দ্দা বাসস্ট্যান্ড এলাকার ৫টি কার ডেকোরেশন দোকানের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সংযোগ লাইন পুড়ে গেছে।

তবে দোকানের কোনো মালামালের কোনো ক্ষতি হয়নি।

তিনি আরো বলেন, দ্রুত খবর পেয়ে ছুটে আসায় আগুন ছড়িয়ে পড়ার আগেই মাত্র আধঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা গেছে।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএ/বিএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।