ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
পার্বতীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

এরা সবাই ট্রাক শ্রমিক।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পার্বতীপুর-মধ্যপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শকুন খোলা হরিলাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ইসমাইল (৩৫), রেজাউল (৪৫), জফিরুল (৩৭) ও দিলিপ চন্দ্র (৪৫)।

আহত হলেন- আসাদ আলী (৪৫), মজিবর রহমান (৫২), বাবলু (৫৫), আতিকুর (৪৫) ও তাহাজুল (৪৫)। এদের সবার বাড়ি শকুন খোলা হরিলাপুর গ্রামে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রাজ্জাক ও বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ফেরদৌস বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে পার্বতীপুর শহরের হলদীবাড়ী থেকে কাঠ নিয়ে একটি ট্রাক (নম্বর ঢাকা মেট্রো ট- ১৬-৯৯১০) পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় যাচ্ছিল। পথে পার্বতীপুর-মধ্যপাড়া সড়কের বড়পুকুরিয়া কয়লাখনির কোল গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।

এতে  কাঠবোঝাই ট্রাকের উপরে বসে থাকা ৭ শ্রমিক ইসমাইল, রেজাউল, জফিরুল, দিলিপ চন্দ্র, আসাদ আলী, মজিবর রহমান, বাবলু, আতিকুর ও তাহাজুল খাদের পানিতে কাঠের নিচে চাঁপা পড়ে।

খবর পেয়ে বড়পুকুরয়িয়া কয়লাখনি তদন্ত কেন্দ্রের পুলিশ, পার্বতীপুর মডেল থানা পুলিশ, ফুলবাড়ী ও দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে ছুটে যায়।

এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চার ঘণ্টা চেষ্টার পর কাঠের গুড়ি সরিয়ে ভোর ৪টার দিকে নিহত ও আহতদের উদ্ধার করে। পরে নিহতদের মরদেহ পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসা হয়।

আহতদের মধ্যে আসাদ আলী, মজিবরকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাবলু, আতিকুর ও তাহাজুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন মজিবর রহমান বাংলানিউজকে জানান, নিহত চারজনসহ ৭জন ট্রাকভর্তি কাঠের গুড়ির উপরে এবং তিনিসহ তিনজন ট্রাক চালকের উপরের ডালায় বসা ছিলেন। ঘন কুয়াশার মধ্যে রাস্তার দশহাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ট্রাকটি সড়কের কিনারে চলে গেলে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬/আপডেট: ১৩১৮ ঘণ্টা
বিএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।