ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফের মাঠে নামছেন মন্ত্রী

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ফের মাঠে নামছেন মন্ত্রী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ফের রাস্তায় নামছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে মিটারে চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রমে যোগ দেবেন তিনি।



সম্প্রতি বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি রাজধানীর ৮১ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে সরেজমিন প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে মিটারে চলাচল অকার্যকর বলেও দাবি করা হয়।

এদিকে, চট্টগ্রামেও পহেলা ফেব্রুয়ারি থেকে মিটারের চলাচল শুরু হয়েছে। সেখানেও মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিআরটিএ।

ঢাকার রাস্তায় অভিযানে পরিচালনা প্রসঙ্গে মন্ত্রী জানান, তিনি এ ক্ষেত্রে পিছপা হবেন না।

প্রায় চার মাস আগে রাজধানীতে নতুন করে ভাড়া বাড়িয়ে দিয়ে মিটারে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের নিময় করা হয়। তখন বেশ কয়েকদিন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
 
এ সময় বর্ধিত ভাড়ায় প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা, দুই কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা করে সিএনজিচালিত অটোরিকশার চলাচল শুরু হয়।
 
২০০২ সালে সিএনজিচালিত অটোরিকশা চালু হওয়ার পর সরকার পাঁচবার ভাড়া বাড়ালেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে পারেনি। এবার পঞ্চমবারের মতো বাড়ানোর পরও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে নগরবাসীর।
 
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬   
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।