ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিউজ টুয়েন্টিফোরের চিফ রিপোর্টার নাজনীন মুন্নী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
নিউজ টুয়েন্টিফোরের চিফ রিপোর্টার নাজনীন মুন্নী নাজনীন মুন্নী

ঢাকা: বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক নতুন টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে যোগ দিলেন জনপ্রিয় রিপোর্টার ও উপস্থাপক নাজনীন মুন্নী। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) তিনি চ্যানেলটিতে চিফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন।



নাজনীন মুন্নী টিভি সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন একুশে টিভির মাধ্যমে। চ্যানেলটির জনপ্রিয় বিজনেস শো ‘একুশে বিজনেস’ এর উপস্থাপক ছিলেন তিনি।

পরবর্তীতে আরটিভি ও যমুনা টিভিতে কাজ করেন। নিউজ টুয়েন্টিফোরে যোগ দেওয়ার আগ পর্যন্ত চ্যানেল ৭১-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ চ্যানেলের ‘বাংলাদেশ সংযোগ’ অনুষ্ঠানের উপস্থাপনা ছাড়াও নিয়মিত সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে নাজনীন মুন্নী বলেন, ‘আসলে সকল জায়গায় তরুণরাই নেতৃত্বে এখন সফল। এরই ধারাবাহিকতায় নিজেও সফল হতে চাই এবং নিউজ টুয়েন্টিফোরকেও সফলতার জায়গায় নিয়ে যেতে চাই। এটা আমার ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ’।

বাংলাদেশ সময়:  ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।