ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তিন দফা দাবিতে শরীয়তপুরে বাপসা’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
তিন দফা দাবিতে শরীয়তপুরে বাপসা’র মানববন্ধন

শরীয়তপুর: কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) শরীয়তপুর জেলা শাখা।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করকর্মসূচি অনুষ্ঠিত হয়।



তিন দফা দাবির মধ্যে রয়েছে ইনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন, ১০ম গ্রেড স্কেলের কর্মকর্তার মর্যাদা প্রদান, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও সব সুবিধা প্রদান।

এসময় বাপসা শরীয়তপুর জেলা শাখার সভাপতি বিএম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মো. আনছার আলী বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার ৬৬টি ইউনিয়ন পরিষদের সচিবরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় বাপসা নেতারা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।