ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে বন্য হাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
রামুতে বন্য হাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

কক্সবাজার: কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে পরেশ বড়ুয়া (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।   বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে ভগবান টিলা এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত ব্যবসায়ী রামুকোটের ক্যাংপাড়ার মৃত দিনু মোহন বড়ুয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পরেশ বড়ুয়া ব্যবসায়িক কাজে নাইক্ষ্যংছড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ভটবান টিলায় একদল বন্য হাতির আক্রমণে নিহত হন তিনি। ঘটনার পর এলাকাবাসী নিহতের মরদেহ উদ্ধার করে।

রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ-উল-আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।