ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অপহৃত ব্যাংক কর্মকর্তা টাঙ্গাইলে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
রাজশাহীতে অপহৃত ব্যাংক কর্মকর্তা টাঙ্গাইলে উদ্ধার এ আর এম আখতারুজ্জামান কচি

রাজশাহী: রাজশাহীতে অপহৃত একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এ আর এম আখতারুজ্জামান কচিকে ১১ দিন পর  পাওয়া গেল টাঙ্গাইলের মির্জাপুরে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে মির্জাপুর নাসির গ্লাস কারখানার পাশে তাকে হাত ও চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।



আখতারুজ্জামান কচির ছোটভাই এ আর এম হাসানুজ্জামান বাংলানিউজকে জানিয়েছেন, মির্জাপুরের ওই জায়গাটায় একটি মাইক্রোবাস থেকে তাকে রাস্তার পাশে ফেলে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

টেলিফোনে খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতেই আখতারুজ্জামান কচিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় নেওয়া হয় বলে জানান হাসানুজ্জামান।

কচির বরাত দিয়ে তিনি আরও বলেন, অপহরণের পর মাইক্রোবাসের মধ্যেই তার চোখ ও হাত বেঁধে ফেলা হয়। ওই অবস্থায় একটি ঘরে ১১ দিন ধরে তাকে আটকে রাখা হয়।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে কচিকে রাজশাহী নিয়ে যাওয়া হবে বলে জানান হাসানুজ্জামান।

এর আগে গত ২১ জানুয়ারি রাজশাহী নিউ মার্কেটের পশ্চিম পাশের সুলতানাবাদ এলাকা থেকে এক্সিম ব্যাংকের সিনিয়ার সহকারি প্রেসিডেন্ট আখতারুজ্জামান কচিকে অপহরণ করে অজ্ঞাত একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ওইদিনই তার বাবা আফছার উদ্দিন আহমেদ বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত বছরের জুলাই মাসে কচিকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর গত ১২ জুলাই তিনি এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের চার কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধ রাজশাহীর একটি আদালতে মামলা করেন। এ ব্যাপারে ব্যাংকের প্রধান কার্যালয়ের মানব সম্পদ বিভাগ থেকে কয়েকবার ফোন করে মামলা তুলে নেওয়াসহ হুমকি দেওয়া হয় বলে কচির পরিবার অভিযোগ করেছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।