ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
পেকুয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেলোয়ার হোসেনকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিনগত গভীর রাতে মগনামা সদরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার রাজাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন ঘোনার মৃত আশরাফ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সদরঘোনা এলাকায় একটি পিকনিকে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন দেলোয়ার হোসেন। ওইখানে একটি পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গভীর রাতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।