ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পৌর মেয়রসহ ২ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ঝিনাইদহে পৌর মেয়রসহ ২ জন কারাগারে ছবি: প্রতীকী

ঝিনাইদহ: অস্ত্র মামলায় ঝিনাইদহের কালীগঞ্জের পৌর মেয়র মুস্তাফিজুর রহমান বিজু (৪৫) ও আব্দুস সামাদের (৫০)  জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠা‍নো হয়।



মামলার বিবরণে জানা যায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২ ডিসেম্বর কয়েকজন দুর্বৃত্ত মুস্তাফিজুর রহমান বিজুর বাড়ির সামনে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে তিনি নিজের শর্টগান দিয়ে গুলি করেন। এ সময় সেখানে আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মুস্তাফিজুর রহমান বিজু ও আব্দুস সামাদের বিরুদ্ধে থানায় মামলা হয়।

এ মামলায় তারা আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।