ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সেন্ট্রাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সেন্ট্রাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বাংলানিউজকে জানান ফায়ার কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

তবে প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ‍

ওসি এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বেজমেন্টে আগুন লাগায় ও কালো ধোঁয়ার কারণে ফায়ার কর্মীদের কাজে কিছুটা সমস্যা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এনএইচএফ/এনএ/জেডএস

**  রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।