ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় পিইসি পরীক্ষায় ১৭ জন বহিষ্কার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ডিমলায় পিইসি পরীক্ষায় ১৭ জন বহিষ্কার

নীলফামারীর ডিমলায় পিইসি পরীক্ষায় ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডিমলায় পিইসি পরীক্ষায় ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) গণিত বিষয়ের পরীক্ষায় আকাশকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাত জন, ডালিয়া চাপানি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জনকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বাংলানিউজকে জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে একই অভিযোগে ৫২ জন বহিষ্কৃত হয়েছে। এছাড়া বহিষ্কৃত ভাড়া করা পরীক্ষার্থীরা যেসব প্রাথমিক বিদ্যালয়ের হয়ে সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।