ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় রেস্টুরেন্ট মালিককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বগুড়ায় রেস্টুরেন্ট মালিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে বগুড়া শহরের কলোনি এলাকায় চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘরের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে বগুড়া শহরের কলোনি এলাকায় চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘরের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‍রোববার (২৭ নভেম্বর) দিনগত রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক এ জরিমানা করেন।

অভিযানকালে জেলা প্রশাসনের পেশকার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এমবিএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।