ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য মন্ত্রণালয়ে ই-ফাইলিংয়ের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
তথ্য মন্ত্রণালয়ে ই-ফাইলিংয়ের যাত্রা শুরু

ই-ফাইলিং পদ্ধতির চমকপ্রদ সূচনা করেছে তথ্য মন্ত্রণালয়। রোববার (২৭ নভেম্বর) ‘নথি’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ উপস্থাপিত...

ঢাকা: ই-ফাইলিং পদ্ধতির চমকপ্রদ সূচনা করেছে তথ্য মন্ত্রণালয়।

রোববার (২৭ নভেম্বর) ‘নথি’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ উপস্থাপিত একটি নথিতে তথ্যমন্ত্রী সুদূর কুয়ালালামপুর থেকে অনুমোদন দিয়ে কার্যকরভাবে এ পদ্ধতির যাত্রা শুরু করেন।

সরকারি অনুদানপ্রাপ্ত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের চূড়ান্ত প্রিন্ট পরীক্ষণের একটি প্রস্তাবিত তারিখ ই-ফাইলিংয়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ধারাবাহিক ই-ফাইলিং প্রশিক্ষণ উদ্বোধনকালে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, শুধু প্রশিক্ষণে সীমাবদ্ধ না রেখে ই-ফাইলিংয়ের বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। তাবেই আমরা দেশকে ই-প্রশাসনে উন্নিত করতে পারবো।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।