ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
উজিরপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

বরিশাল জেলার উজিরপুর পৌর সদরের বিএন খান ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় সজীব হাওলাদার (২৮) নামে এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল: বরিশাল জেলার উজিরপুর পৌর সদরের বিএন খান ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় সজীব হাওলাদার (২৮) নামে এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

সাজার আদেশপ্রাপ্ত সজীব হাওলাদার পৌর সদরের বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বখাটে সজীব দীর্ঘদিন ধরে বিএন খান ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।

একপর্যায়ে বখাটের ভয়ে ওই ছাত্রীর কলেজে আসা বন্ধ করে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার মা।

পুলিশ সোমবার অভিযান চালিয়ে সজীবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমএস/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।