ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে হযরতপুর কৃষি ব্যাংকের সামনে তার ওপর হামলা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে হেঁটে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন আয়নাল হোসেন। কৃষি ব্যাংকের সামনে কয়েক দুর্বৃত্ত লাটিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি দৌঁড়ে পাশের একটি মার্কেটে আশ্রয় নেন।

আয়নালের চিৎকার শুনে এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।   তবে দুইজনকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন বাংলানিউজকে বলেন, চেয়ারম্যানকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।