ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় শিক্ষকের দাফন, গায়েবানা জানাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ফুলবাড়িয়ায় শিক্ষকের দাফন, গায়েবানা জানাজা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে নিহত উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে নিহত উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে।

 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় ফুরকানিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ফজরের নামাজের পর শহরে একটি জানাজা শেষে ভোরেই কড়া পুলিশি পাহাড়ায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর পশ্চিমপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয় শিক্ষক আবুল কালামের মরদেহ।
 
তবে ফুলবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় আন্দোলনরতরা কলেজ মাঠে গিয়ে তাদের প্রিয় শিক্ষক নিহত আবুল কালাম আজাদের নামাজে জানাজায় অংশ নিতে পারেননি। ফলে বিকেলে পৌর এলাকার বাইরে জোরবাড়িয়া কাচারি মাঠে গায়েবানা জানাজার নামাজ পড়েন তারা।

জানাজার আগে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক, সহ সভাপতি মো. নুরুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার প্রমুখ।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্য ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মোতালেব, সহকারী পরিচালক মোজ্জাম্মেল হক ও জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সোমবার বিকেলে ফুলবাড়িয়া পৌঁছে তদন্ত কাজ শুরু করেন।

এ সময় তারা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক আব্দুল মোতালেব জানান, তারা একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন।

ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে রোববার (২৭ নভেম্বর) দুপুরে আন্দোলনকারীদের মিছিলে লাঠিপেটা করে পুলিশ। এতে শিক্ষক আবুল কালাম (৫৫) নিহত ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে পড়ে অসুস্থ হয়ে সফর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৫০ জন। গোটা ফুলবাড়িয়া এ সময় রণক্ষেত্রে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।