ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

ক্লিন এয়ার ও টেকসই পরিবেশ (কেস) প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ৭ জেলার ইটভাটা মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর।

সৈয়দপুর (নীলফামারী): ক্লিন এয়ার ও টেকসই পরিবেশ (কেস) প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ৭ জেলার ইটভাটা মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার ‍আয়োজন করা হয়।

ক্লিন এয়ার ও টেকসই পরিবেশ (কেস) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এস এম মঞ্জুরুল হান্নান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রইছ উল আলম।

বিশেষ অতিথি ছিলেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মহসিন ও নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন।

মতবিনিময় সভায় রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার শতাধিক ইটভাটার মালিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।