ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাবিপ্রবি’তে ধর্মঘট অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রাবিপ্রবি’তে ধর্মঘট অব্যাহত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাঙামাটি: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি), উপ-রেজিস্টার ও শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে জেলা প্রশাসনের সন্তোষজনক আলোচনা না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

রোববার( ২৭ নভেম্বর) জেলা প্রশাসন প্রাঙ্গণে এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।