ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে মাদক বিক্রেতা গ্রেফতার, চোলাই মদ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রংপুরে মাদক বিক্রেতা গ্রেফতার, চোলাই মদ জব্দ

রংপুর গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে কাইয়ুম মিয়া (৬৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এক হাজার ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

রংপুর: রংপুর গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে কাইয়ুম মিয়া (৬৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এক হাজার ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাতে গঙ্গাচড়া উপজেলার নরসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাইয়ুম উপজেলার নরসিং মরনেয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিনাত আলী বাংলানিউজকে জানান, চিহ্নিত মাদক বিক্রেতা কাইয়ুমের নামে চারটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ২০ লিটার চোলাই মদসহ কাইয়ুমকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।