ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার বিআরটিএ’তে যাচ্ছে উবার-স্যাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
মঙ্গলবার বিআরটিএ’তে যাচ্ছে উবার-স্যাম

স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান ‘উবার’ ও মোটরবাইক সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্যাম’ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে দেখা করবে।

ঢাকা: স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান ‘উবার’ ও মোটরবাইক সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্যাম’ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে দেখা করবে।

প্রতিষ্ঠান দুটির স‍ূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।

স‍ূত্র জানায়, কেবল পরিবহন কোম্পানি নয়, এটি ডিজিটাল বাংলাদেশের অংশ স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সি ও মোটরবাইক সেবাদাতা প্রতিষ্ঠান তা বিআরটিএ’র কাছে তুলে ধরবে উবার ও স্যাম।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাক্সি ভাড়া করার এ অ্যাপটি ইউরোপে তাদের কার্যক্রম চালাচ্ছে প্রায় পাঁচ বছর ধরে।

উবার বলছে যেহেতু তারা শুধুমাত্র গ্রাহক এবং ট্যাক্সির মধ্যে সমন্বয়কের কাজ করে, তাই তাদের উপর অন্য প্রতিষ্ঠানের মতো কড়াকড়ি নিয়ম আরোপ করা উচি‍ৎ হবে না।

এর আগে উবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগে করতে চ‍াইলে তিনি বিআরটিএ’র সঙ্গে যোগাযোগ করতে বলেন।

** স্মার্টফোন ভিত্তিক সেবাগুলোকে লিগ্যাল ফ্রেমে আসতে হবে
** অ্যাপসে ‘ক্যাব-বাইক’ সেবাদাতাদের সঙ্গে বসতে চায় বিআরটিএ
** বিআরটিএ’র ‘উবার’ বিরোধীতা জনবিরোধী!

** কঠোর নিয়ম থেকে বাঁচতে আদালতে লড়বে উবার
** বিআরটিএ’র নিয়মে চলতে আগ্রহী নয় অ্যাপভিত্তিক সেবা
বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসএ/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।