ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ময়মনসিংহে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহের সদর উপজেলার শিকারিকান্দায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মা-মেয়ের মৃত্যু হয়েছে। 

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলার শিকারিকান্দায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মা শাপলা বেগম (৩০) ও মেয়ে সাফী (৫)।

এ ঘটনায় স্বামী ও পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, একটি পিকআপ ভ্যানে করে তারা জামালপুর যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।  

এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬/আপডেট: ১২৩২ ঘণ্টা
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।