ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ীর রডের আঘাতে মুক্তিযোদ্ধা আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ীর রডের আঘাতে মুক্তিযোদ্ধা আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক ব্যবসায়ীর রডের আঘাতে রফিকুল ইসলাম (৬০) নামে এক মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) আহত হয়েছেন।

ঢাকা: মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক ব্যবসায়ীর রডের আঘাতে রফিকুল ইসলাম (৬০) নামে এক মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) আহত হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের ১০১ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (২৮ নভেম্বর) রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী শহীদুল্লাহ তার ছেলে সেতু ও রনিসহ আটজন মিলে তার ওপর হামলা চালায়। এসময় তারা তাকে লোহার রড দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢামেক হাসাপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টরে তিনি অংশ নিয়েছিলেন। বর্তমানে গজারিয়ার ভাটেরচর গ্রামে ‘মাদককে না বলুন’ নামে তার একটি সংগঠন আছে।

ঢামেক অর্থোপেডিক ১০১ ইউনিট ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ সাদ্দাম জানান, চিকিৎসাধীন রফিকুল ইসলামের বাম হাত ও বাম পা ভেঙে গেছে। তবে তার হাতের আঘাতটা বেশি গুরুতর।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬

এজেডএস/এএটি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।