ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
বরগুনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বরগুনার ২০০৫ সালের আলোচিত মিজান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বরগুনা: বরগুনার ২০০৫ সালের আলোচিত মিজান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বরগুনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মুহা আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, নুরুল ইসলাম (৪৫), সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও জাবেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালে ৯ সেপ্টেম্বর রাতে আসামিরা মাছ ধরার কথা বলে মিজান নামে এক যুবককে ডেকে নিয়ে হত্যা করেন। পরে ওই ঘটনায় তার বোন মুন্নি বেগম বাদী হয়ে মামলা করেন।

২৪ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য ও শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন কিসলু তালুকদার।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।