ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

রাজধানীর ডেমরায়‍ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (১৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর ডেমরায়‍ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (১৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

তার রুমমেট রনি বাংলানিউজকে জানান, বোরহানসহ কয়েকজন মিলে ডেমরার স্টাফ কোয়াটারে ভাড়া থাকতেন। দুপুরে তিনি বাইরে থেকে রুমে ফিরে দেখেন বোরহান গুরুতর অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ‍মৃত ঘোষণা করেন।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬

এজেডএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।