ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গলাচিপায় ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
গলাচিপায় ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রহিমের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রহিমের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে রহিমের মৃত্যু হয়।

তিনি উপজেলার হাওলাদার দড়ি বাহেরচর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (২৮ নভেম্বর) পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই নয়ন হাওলাদার ছোট ভাই রহিমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে রহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গলাচিপা থানার উপপরির্দশক (এসআই) সুদেব বাংলানিউজকে জানান, রহিমের মরদেহের ময়নাতদন্ত শেষে মামলা দায়ের ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।