ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
বগুড়ায় বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বৃহত্তর বগুড়া ও জয়পুরহাট বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের বনানীর বিএডিসি দক্ষিণ কমপ্লেক্সের সিবিএ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া: বৃহত্তর বগুড়া ও জয়পুরহাট বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের বনানীর বিএডিসি দক্ষিণ কমপ্লেক্সের সিবিএ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. আব্দুস সালাম সভায় সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি মো. কুতুব উদ্দিন।

বগুড়া ও জয়পুরহাট বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. সামসুল হকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জান মোহাম্মদ।

এছাড়া সভায় বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি শামছুল হক, কার্যকরী সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, এনায়েতুল্লাহ, মশিউর রহমান, জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।