ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৪৮জন প্রার্থীর মনোনয়ন উত্তলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
বগুড়ায় ৪৮জন প্রার্থীর মনোনয়ন উত্তলন

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়ায় সদস্য পদে মোট ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। এরমধ্যে সাধারণ সদস্য পদে ৪১জন ও সংরক্ষিত পদে ৭জন রয়েছেন।

বগুড়া: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়ায় সদস্য পদে মোট ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন।

 

এরমধ্যে সাধারণ সদস্য পদে ৪১জন ও সংরক্ষিত পদে ৭জন রয়েছেন।

তবে চেয়ারম্যান পদে এখনো কেউ মনোনয়নপত্র তুলেননি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর পর্যন্ত এসব প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর (বুধবার) থেকে ২৯ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সদস্য পদে মোট ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন।

জেলার ১৫টি ওয়ার্ডের বিপরীতে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (সদর উপজেলা, পৌরসভা ও ৪টি ইউনিয়ন) জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সাবেক কাউন্সিলর জাহিদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে (শাজাহানপুর) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, আমানুল হক, মাহফুজার রহমান বাবলু, ৪ নম্বর ওয়ার্ডে (শেরপুর) আহসান হাবিব আম্বিয়া, শিল্পী বেগম, রাসেল মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ডে (ধুনট) এসএম মাসুদ রানা, কাওছার হামীদ, ৬ নম্বর ওয়ার্ডে (নন্দীগ্রাম) আব্দুস সালাম, আনোয়ার হোসেন, আজিজুর রহমান, গোলাম মোস্তফা, একেএম মাহবুবর রহমান, শামছুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে (সারিয়াকান্দি আংশিক) রেজাউল করিম মন্টু, আব্দুস সালাম, টিপু সুলতান, ৮ নম্বর ওয়ার্ডে (সারিয়াকান্দি আংশিক) মিনহাদুজ্জামান লিটন, আনছার আলী, দবির হোসেন মন্ডল, ৯ নম্বর ওয়ার্ডে  (সোনাতলা) জাকির হোসেন, ১০ নম্বর ওয়ার্ডে (শিবগঞ্জ আংশিক) ওয়াসিম রেজা চৌধুরী, ফেরদৌস আলম, এরফান আলী, ১১ নম্বর ওয়ার্ডে (শিবগঞ্জ আংশিক) আব্দুল করিম, নুরে আলম সিদ্দিকি, নজরুল ইসলাম, মোমিনুল ইসলাম চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে (গাবতলী) নজরুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডে (কাহালু) এসএম রুহুল মোমিন তারিক, শাহজাহান আলী কবিরাজ, ১৪ নম্বর ওয়ার্ডে (দুপচাঁচিয়া) আমিনুর রহমান, তাজ উদ্দিন মন্ডল, আব্দুস সামাদ, ফজলুল হক, আবু সাঈদ ফকির, ১৫ নম্বর ওয়ার্ডে (আদমদীঘি) এসএম জাহিদুল বারী, আবু রেজা খান, নাজমুল হুদা খন্দকার।
 
অপরদিকে সংরক্ষিত ৫টি ওয়ার্ডের বিপরীতে ১ নম্বর ওয়ার্ডে (সদর-শাজাহানপুর) হেফাজত আরা মীরা, হাসনা খাতুন, ২ নম্বর ওয়ার্ডে  (শেরপুর-ধুনট-নন্দীগ্রাম) আজমী আরা পারভীন, ৩ নম্বর ওয়ার্ডে (সারিয়াকান্দি-সোনাতলা) শাহাদারা মান্নান, ৪ নম্বর ওয়ার্ডে (শিবগঞ্জ-গাবতলী) ছাহেলা হোসেন ৫ নম্বর ওয়ার্ডে (কাহালু-দুপচাঁচিয়া-আদমদীঘি) নাছরিন রহমান, ছামসুন্নাহার আকতার বানু।

সন্ধ্যায় জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন বাংলানিউজকে বলেন, আগামী ০১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে।

আগামী ২৮ ডিসেম্বর (বুধবার) সারাদেশের ৬১টি জেলায় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।