ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় চুলার আগুনে গৃহবধূ দগ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
সাটু‌রিয়ায় চুলার আগুনে গৃহবধূ দগ্ধ

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় রান্না কর‌তে গি‌য়ে কাপ‌ড়ে আগুন লে‌গে দগ্ধ হ‌য়ে‌ছেন সামছুর নাহার(৩৮) নামে এক গৃহবধূ।

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় রান্না কর‌তে গি‌য়ে কাপ‌ড়ে আগুন লে‌গে দগ্ধ হ‌য়ে‌ছেন সামছুর নাহার(৩৮) নামে এক গৃহবধূ।

সামছুর নাহার সাটু‌রিয়া উপ‌জেলার দরগ্রাম ইউনিয়‌নের কা‌লিকাবা‌ড়ি গ্রামের মো. দুলা‌লের স্ত্রী।

মঙ্গলবার (২৯ নভেম্বর)  বি‌কেল ৪টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

আহতের জা (স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) আ‌নোয়ারা বাংলা‌নিউজ‌কে জানান, সামছুর নাহার বি‌কে‌লে তরকা‌রি রান্না কর‌তে ‌গেলে চুলা থে‌কে তার কাপ‌ড়ের আঁচ‌লে আগুন ধ‌রে যায়। ভয় পে‌য়ে তাড়াতাড়ি আগুন নেভা‌তে গি‌য়ে গরম পা‌তি‌লে থাকা তরকা‌রির পা‌নিও তার শ‌রী‌রে  পড়ে। এতে শ‌রী‌রের বি‌ভিন্ন অংশ পু‌ড়ে যায়। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছে।  

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চি‌কিৎসক সন‌চিতা বাংলা‌নিউজ‌কে জানান, আগু‌নে তার শ‌রীরের বি‌ভিন্ন অংশ পু‌ড়ে গে‌ছে।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।