ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

খুলনায় পুসপেন্দু বিকাশ মণ্ডল নামে (৪০) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা: খুলনায় পুসপেন্দু বিকাশ মণ্ডল নামে (৪০) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে জেলার পাইকগাছা উপজেলার পাত্রাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে জানান, রাতে পুসপেন্দু মোটরসাইকেলে কয়রা থেকে পাইকগাছার বগুড়ারচরে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনি পাত্রাবুনিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে কুপিয়ে জখম করেন। এতে তার মাথা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুসপেন্দুর মোটরসাইকেলটি পাওয়া গেছে। কারা বা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমআরএম/পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।