ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রূপগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজিয়া বেগম (৪০) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):  নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজিয়া বেগম (৪০) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাওলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

রাজিয়া বেগম মুড়াপাড়া ইউনিয়নের হাওলিপাড়ার মৃত আয়েত উল্লাহ’র স্ত্রী।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, হাওলিপাড়া এলাকার নাছির উদ্দিন নাসুর জমিতে ঘর নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন রাজিয়া বেগম। নাছির উদ্দিন নাসু অসুস্থ হওয়ার পর থেকে তাকে প্রায়ই চিকিৎসকের কাছে নিয়ে যেতেন রাজিয়া বেগম।  

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে ফেরার পথে নিজ বাড়ির মুরগির ফার্মের পাশে দুর্বৃত্তরা রাজিয়াকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় নাছির উদ্দিন নাসু দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে পালিয়ে যান।

তবে, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  

নিহত রাজিয়া বেগমের ছেলে আরিফ ও শরিফ জানান, মায়ের সঙ্গে কারো পূর্ব বিরোধ আছে বলে তাদের জানা নেই।  

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।