ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পিকআপের ধাক্কায় ট্রাক চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
রাজধানীতে পিকআপের ধাক্কায় ট্রাক চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় মো. রিয়াজুল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় মো. রিয়াজুল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার(২৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান মৃত রিয়াজুলের ছোট ভাই খাইরুল।


 
খাইরুল বাংলানিউজকে জানান, রাতে যাত্রাবাড়ীর মাতোয়াইল ট্রাকের গ্যারেজের সামনে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে ভোরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
রিয়াজুল হক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমজাদ শেখের ছেলে।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রিয়াজুলের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬ 
এডেডএস/এসজে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।