ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক নারীর মৃত্যু

আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সখিনা আক্তার (২০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।

ঢাকা: আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সখিনা আক্তার (২০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ২২ শতাংশ বার্ন নিয়ে তার মৃত্যু হয়।

এ নিয়ে একই ঘটনায় চার নারীর মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বাংলানিউজকে এ খবর জানান।

সখিনা আক্তারের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে। তার বাবার নাম ওকিবুল মিয়া। সখিনা আশুলিয়ার জিরাবো এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তিনি এক সন্তানে মা ছিলেন।

গত মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৯ জন দগ্ধ হন। এখনও  ঢামেক বার্ন ইউনিটে ১৬ জন চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬

এসজে/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।