ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘পরিবেশ সৃষ্টি করলে করদাতারা পিছপা হবেন না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
‘পরিবেশ সৃষ্টি করলে করদাতারা পিছপা হবেন না’ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উপযুক্ত পরিবেশ তৈরি, নিয়ম-কানুন সহজ করলে করদাতারা কর প্রদানে পিছপা হবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

ঢাকা: উপযুক্ত পরিবেশ তৈরি, নিয়ম-কানুন সহজ করলে করদাতারা কর প্রদানে পিছপা হবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গণে আয়কর দিবস ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

চেয়ারম্যান বলেন, ‘আমরা জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে বার্তাটি পাচ্ছি সেটা হচ্ছে যদি উপযুক্ত পরিবেশ তৈরি করি, নিয়ম কানুন সহজ করি তাহলে করদাতারা করদানে কখনো পিছপা হবেন না। এজন্য আমি আমাদের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছি শুধু একটা মাস নয় সারাবছর যাতে সব অফিসে মেলার পরিবেশ থাকে। ’

তিনি বলেন, প্রধানমন্ত্রী ৩০ জানুয়ারি চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন,‘ আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দেবো। এ ঘোষণার পর থেকে সারাদেশে দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে বিপুল সাড়া পড়েছে। সারা মাস আয়কর অফিসগুলো করদাতাদের পদভারে মুখরিত ও পরিপূর্ণ ছিল। উৎসব মুখর পরিবেশে সেখানে কর দেওয়া হয়েছে। ’

তিনি আরো বলেন,‘ অর্থমন্ত্রী বছরের শুরুতেই ৩ লাখ নতুন করদাতা নিবন্ধন করার লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। আমরা বছরের প্রথম চার মাসে তার অতিক্রম করে প্রায় ৫ লাখে নিয়েছি। চলতি বছরের শেষ দিকে ২৫ লাখ করদাতা নিবন্ধিত হয়েছেন সর্বশেষ ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে আমরা সে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছি। আজকের দিনের শেষে যে পরিসংখ্যান পাবো ২৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছি। ’

করদাতারা যে অভূতপূর্ব সাড়া দিচ্ছেন তাতে আজ মধ্যরাত পর্যন্ত কর অফিস খোলা থাকবে। যাতে করদাতারা অনায়াসে রিটার্ন দিতে পারেন। ৩০ নভেম্বর রিটার্ন দেওয়ার শেষদিন। কোনো ভাবেই সময় বাড়ানো হবে না। এরপর যারা রিটার্ন দেবেন তাদের ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে।
করযোগ্য ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও যারা কর দেবেন না তাদের খুঁজে বের করা হবে। করদাতাদের জন্য এনবিআরের দরজা সব সময় খোলা।

এরপর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবসের উদ্বোধন করেন। এরপর আয়কর দিবস উপলক্ষে বর্ণাঢ্য ৠালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরইউ/বিএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।