ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিশেষ অভিযানে ৬৪ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
দিনাজপুরে বিশেষ অভিযানে ৬৪ আসামি গ্রেফতার

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীসহ ৬৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীসহ ৬৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এসময় ৪৯ বোতল ফেনসিডিল, ৩শ’ গ্রাম গাঁজা, ১১২ পিস ইয়াবা ও ১০ এ্যাম্পোল ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) মধ্য রাত থেকে বুধবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন মাদক মামলার পলাতক আসামি। এছাড়া বাকীরা বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। মাদক উদ্ধারের ঘটনায় পৃথকভাবে ১০টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।