ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে এনা পরিবহনের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বিজয়নগরে এনা পরিবহনের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী এনা পরিবহনের বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী এনা পরিবহনের বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই অটোরিকশার চালক ও দুই আরোহী নিহত হন।

এ দুর্ঘটনায় আহত অটোরিকশার এক নারী যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬/আপডেট: ১৪১৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।