ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বনপাড়ায় কাভার্ডভ্যানের ধ‍াক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বনপাড়ায় কাভার্ডভ্যানের ধ‍াক্কায় নিহত ২

নাটোরের বনপাড়ার কাচিকাটা টোল প্লাজা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নাটোর: নাটোরের বনপাড়ার কাচিকাটা টোল প্লাজা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

 

বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মিনি ট্রাকের চালক মেহেরপুরের শামিম হোসেন (২৮) ও হেলপার একই জেলার বাবু (৩৫)।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মিনি ট্রাকটি ঢাকা থেকে ঝুট কাপড় নিয়ে নাটোর হয়ে মেহেরপুরে যাচ্ছিল। পথে কাচিকাটা টোল প্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।