ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
সাভারে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

পরিবেশ রক্ষার দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে...

সাভার (ঢাকা): পরিবেশ রক্ষার দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সাভার সদর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ওই এলাকার এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকাবাসী অভিযোগ করেন, কৃষ্ণপুর, কলমা, জিনজিরা, কর্নপাড়াসহ আশপাশের এলাকায় আগে ফসলি জমি ছিল। স্থানীয় হাইপয়েড কম্পোজিট, ড্রেসেস আপ ও ভিশন গার্মেন্টসসহ আশপাশের বিভিন্ন কলকারখানার বর্জ্যের কারণে এলাকায় গাছপালা ও ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে।

পরিবেশ রক্ষায় এলাকাবাসী পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সোহেল রানা। সাভার থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দক, নদী বাঁচাও, দেশ বাঁচাও আন্দলনের প্রচার সম্পাদক হাসিবুল হক পূনমসহ সাধারণ জনগণ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।