ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বোয়ালমারীতে কৃষকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামে শাহাদত দেওয়ান (৪৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামে শাহাদত দেওয়ান (৪৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

বুধবার (৩০ নভেম্বর) সকালে তার নিজ ঘরে খাটের ওপর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পরে নিহতের স্ত্রী শাহিদাকে (২৩) পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত শাহাদত ওই গ্রামের মনির উদ্দিন দেওয়ানের ছেলে।

নিহতের চাচা মোফাজ্জেল দেওয়ান বাংলানিউজকে বলেন, শাহাদতের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের আকতার মোল্লার মেয়ে শাহিদা বেগমকে বিয়ে করেন শাহাদত। স্ত্রী শাহিদারও এটা দ্বিতীয় বিয়ে। শাহিদার বোন জামাই মফিজের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। বাড়িতে কিছু হলেই শাহিদা তার বোন জামাইকে ডেকে নিয়ে আসতেন। ধারনা করা হচ্ছে দুলাভাইয়ের সঙ্গে পরকীয়ার কারনে জীবন দিতে হয়েছে শাহাদত দেওয়ানকে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।